একাডেমিক কাউন্সিল বর্জনের আহ্বান আন্দোলনকারী শিক্ষকদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিল সভা বর্জনের আহ্বান জানিয়েছে আন্দোলনকারী শিক্ষকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান “সম্মিলিত শিক্ষক সমাজ”।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে অধিকতর উন্নয়ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়ের চলমান অন্যান্য প্রকল্পে দুর্নীতি সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আমরা এর নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সুষ্ঠ সুরাহা করার জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। কিন্তু কোন তদন্ত কমিটি গঠনের উদ্যেগ চোখে পড়েনি। এমন অবস্থায় আগামী কালের (১৬ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করার কোন প্রকার নৈতিক ভিত্তি উপাচার্যের আছে বলে আমরা মনে করিনা।

এছাড়াও বিজ্ঞপ্তিতে উপাচার্যকে বাদ দিয়ে যে কোন একজন উপ-উপাচার্যের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ভিসি বিরোধী শিক্ষকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এর সভ্যরাই দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে দীর্ঘ দিন ধরে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে।