প্রথমবারের মত সৌদিতে ভ্যালেনটাইন’স ডে পালন

প্রথমবারের মত সৌদি আরবে ‘হালাল’ ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। এর আগে দেশটিতে ভালবাসা দিবসকে হারাম হিসেবে দেখা হত। তাই কোনো রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠান ভালবাসা দিবস উপলক্ষে কোনো আয়োজন করলে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করতো।

দেশটিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই নানা সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভালবাসা দিবস পালিত হল।
আরও পড়ুন: ভালবাসলেই ভ্যালেন্টাইন, সেলিব্রেট করলেই ভ্যালেন্টাইনস ডে

ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে দেশটতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভালবাসা দিবস পালন করেছে। বিভিন্ন দোকানে চকলেট, টেডি বিয়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে।

দেশদর্পণ/এসজে