ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করে প্রস্তাব পাস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে না পারেন সেজন্য তার যুদ্ধ-ক্ষমতা খর্ব করে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট। ট্রাম্পের ক্ষমতায় রাশ টানতে বৃহস্পতিবার ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাশ হয় ৫৫-৪৫ ভোটে। ট্রাম্পের দলের ৮ রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

এ প্রস্তাবের কারণে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারবেন না ট্রাম্প। ক্ষমতায় আসার পরপরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবণতি ঘটে। যার চূড়ান্ত রূপ লাভ করে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়েছে। ইরাকের বিমানবন্দরে সোলাইমানিকে হত্যার পর দুইটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সম্প্রতি ইরানের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে বেশ কয়েকবার হুমকিও দিয়েছেন ট্রাম্প। হুমকি দিলেও ইরানের বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীকে ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

দেশদর্পণ/এসজে