সিরাজগঞ্জে ২৮ পদের ভেজাল পণ্য জব্দ, আটক ১

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে ২৮ পদের ভেজাল পণ্যের সংরক্ষিত গোডাউন সিলগালাসহ একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল পণ্য সরবরাহকারী মোঃ আবু সাঈদ (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধায় এতথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাস্টমস ভ্যাট এন্ড এক্সাসাইজ এর সহকারি কমিশনার মেহেদি হাসান।

আটকৃত মোঃ আবু সাঈদ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ীয়া গ্রামের মৃত তোজাম্মেলের ছেলে।
আরও পড়ুন: এলজিইডির মাইক্রোবাস থেকে গাঁজাসহ আটক ৩

উপ-পরিদর্শক আলী জাহান জানান, মঙ্গলবার রাতে পিপুলবাড়িয়া বাজারে এশারত আলীর তৈরীকৃত বিভিন্ন ব্রান্ডের গোল্ডলিফ সিগারেট, ডারবি সিগারেট, কিসমত বিড়ি, এসিআই কোম্পানীর লবন, চিপস, জুস, কয়েল, সরিষার তেল ও মির্জাপুর চাসহ ২৮টি ভেজাল পণ্যের গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এশারতের ছোট ভাই ভেজাল পণ্য সরবরাহকারী মোঃ আবু সাঈদ নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, সিরাজগঞ্জের কাস্টমর্স ভ্যাট এন্ড এক্সাসাইজ এর কর্মকর্তাগণ এশারত আলীর ভেজাল পণ্য সংরক্ষিত গোডাউনে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ভেজাল পণ্য জব্দ করে গোডাউন সিলগালা করে দেয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৫ এবি ধারায় মামলা দায়ের হয়েছে।

দেশদর্পণ/এআর/এসজে