ঝিনাইদহে অদ্ভুত কন্যা সন্তানের জন্ম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার খন্দকার ক্লিনিক হাসপাতালে শিশুটির জন্ম দেন গৃহবধূ বিথী খাতুন।

এ শিশু জন্ম দেওয়া দম্পতির বাড়ি ১০ নং বগুড়া ইউনিয়নের শিতালী গ্রামে। এটিই ওই দম্পতির প্রথম কন্যা সন্তান। শিশুটির বাবা খাইরুল ইসলাম ওই গ্রামের একজন কৃষক।

অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
আরও পড়ুন: পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শিশুটির দাদা জানান, নবজাতকের মাথার উপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারার ছাপ বয়স্ক মানুষের মত ও চোখ দুটো বড় বড়। এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক। পরিবারে এটা আমার ছেলের প্রথম কন্যা সন্তান। রবিবার বিকেল পর্যন্ত শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে বলে জানান শিশুটির দাদা।

দেশদর্পণ/কেএল/এসজে