‘আপনার ওসি আপনার আঙিনায়’

বেশ ব্যতিক্রম। হঠাৎ থানার গাড়ি দেখে মানুষ একটু নড়েচড়ে বসে, কেউ আবার উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকে। প্রত্যন্ত পল্লীর হাটবাজার, স্কুল-কলেজ কিংবা জনতার ভীড় দেখে ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি বজলুর রহমান গাড়ি থেকে নামেন ‘আপনার ওসি আপনার আঙিনায়’ ব্যানার হাতে নিয়ে। মানুষের কথা শুনতে অভিযোগ জানতে আর পুলিশ সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতেই এ নান্দনিক আয়োজন।

রবিবার বিকালে উপজেলার হাটফাজিলপুর বাজারে শত শত সাধারণ মানুষের মাঝে তাৎক্ষনিক পুলিশের পাশাপাশি উপস্থিত হন আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন মোল্লাসহ এলাকার গুণিসুধি মহলের একাংশ। একাধিক বাজার ব্যবসায়ী, কৃষক জনতার বক্তব্যে শৈলকুপার বর্তমান পুলিশ সেবাকে ধন্যবাদ জানানো হয়। তিনটি ইউনিয়নের কেন্দ্রস্থল জনবহুল এ বাজার কেন্দ্রিক জমায়েত নানা শ্রেণীপেশার মানুষ শৈলকুপা থানা ও জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন-অতীতের চেয়ে বর্তমান আইন শৃঙ্খলা অত্যন্ত সন্তোষজনক। আয়োজক বজলুর রহমান মাদকের কুফল, বাল্য বিবাহ, ইভটিজিং, দাঙ্গা-হাঙ্গামাসহ শিক্ষার মান ও পুলিশ সেবায় জনসম্পৃক্ততা বৃদ্ধি করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাৎক্ষনিক উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতেও সাধারণ মানুষের অনুরোধ করেন।

দেশদর্পণ/এমএস/এসজে