ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২৭৫ পিস ইয়াবাসহ এক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (৪ ফেব্রæয়ারি) রাতে নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্ত এলকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই উদ্যোক্তা ওয়াদুদ মনি (৩৩) তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং ওই এলাকার বড় পানশিয়া গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।
আরও পড়ুন: ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক গোড়কমন্ডল ক্যাম্পের হাবিলদার তায়্যিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ৯৩০ নম্বর পিলারের কাছে ফুলমতি এলাকায় ওই যুবকের মোটরসাইকেল থামিয়ে তল­াশি করা হয়। তল্লাশির সময় তার হেলমেটের ভিতর থেকে ২৭৫ পিস ইযাবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

দেশদর্পণ/এজিএল/এসজে