শিবগঞ্জে ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬৯ জন, উপস্থিত ৬৬৯, ছাত্র ৩৮৭, ছাত্রী ২৮২ জন, অনুপস্থিত-১ জন।

এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ রহমান, কেন্দ্র সচিব আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার সংখ্যা ৩৬৬, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৯ জন, ছাত্র ১৫৮, ছাত্রী ১৯১ অনুপস্থিত ১৭ জন।

এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ মোঃ মাহফুজুর রহমান, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাওঃ মাহবুবে রফিক, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থীর সংখ্যা ৯২০, ছাত্র ৫২০, ছাত্রী ৪১৩, এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আলিয়ারহাট ডিইউএস ফাযিল ডিগ্রি মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৯ জন, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫৪৬, অনুপস্থিত ১৩ জন, একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম, কেন্দ্রে সচিব এর দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আবু সালাম, শিবগঞ্জ পাইল বালিকা উচ্চ বিদ্যাল এসএসসি (ভোক) চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪৯ জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৭, ছাত্র ৯৩ জন, ছাত্রী ৫৪ জন, অনুপস্থিত ২ জন।
আরও পড়ুন: প্রতিবন্ধী রোগীর কাছ থেকে চিকিৎসকের অতিরিক্ত অর্থ আদায়!

একই ভেন্যুর বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন ছাত্র, উপস্থিত ৩০জন, ছাত্র ২১, ছাত্রী ৯ জন, অনুপস্থিত-৩জন এ ভেন্যুর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর নাছিরুল ইসলাম মোঃ আবু তাহের, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, কেন্দ্রে সচিব অধ্যক্ষ আব্দুল আলীম। এছাড়া গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা বিদ্যালয়, মোকামতলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দেশদর্পণ/এসএম/এসজে