সকলের সহযোগিতায় শিবগঞ্জের উন্নয়ন করতে চাই: এমপি জিন্নাহ্

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বর্তমান সরকার গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য দুর করতে কাজ করে যাচ্ছে। আমি উন্নয়নে বিশ্বাসী এজন্য উপজেলার প্রত্যন্ত অ লের কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করে সাধারণ মানুষের সুবিধা সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, খুব শ্রীঘ্রই এ উপজেলায় কাঁচা রাস্তা তেমন খুঁজে পাওয়া যাবে না। তাই আমি উন্নয়নের লক্ষে আপনাদের সহযোগীতা কামনা করি। রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেদিনীপাড়া হতে মোশারফ মন্ডল কলেজ ভায়া বাকশন সড়ক পাকা করন কাজের উদ্বোধন শেষে মেদিনীপুর মাদ্রাসা মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
আরও পড়ুন: শিবগঞ্জে শিক্ষকদের হার্ডওয়ার ও সফ্টওয়ার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মাদ্রাসার সভাপতি ও আওয়ামীলীগ নেতা আবু জাফর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

জাপা নেতা শাহিনুর ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, জেলা জাতীয় পার্টির নেতা শামছুল ইসলাম তালুকদার, আবু জাকারিয়া আবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক হুসাইন শরিফ স য়, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, নজরুল ইসলাম বাসুু প্রমুখ।

দেশদর্পণ/এসএম/এসজে