শিবগঞ্জে শিক্ষকদের হার্ডওয়ার ও সফ্টওয়ার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

বগুড়ার শিবগঞ্জে শিক্ষকদের ১৫দিন ব্যাপি হার্ডওয়ার ও সফ্টওয়ার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর প্রশিক্ষণ কর্মসূচির আওতায় শিবগঞ্জ উপজেলা আইসিটি ট্রেণিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ভবনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর।
আরও পড়ুন: আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে: আইজিপি

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, প্রশিক্ষক আব্দুল হান্নান, প্রশিক্ষণার্থীদের মধ্যে আবু হান্নান, উম্মে কুলছুম, মোকছেদা খাতুন, আব্দুল হালিম, ব্যানবেইস কম্পিউটার অপারেটর আমিনুল ইসলাম মানিক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষক। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী হতে ০২ ফেব্রæয়ারী ’২০ পর্যন্ত হার্ডওয়ার ও সফ্টওয়ার বিষয়ক এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দেশদর্পণ/আরআইআর/এসজে