দুই নারীসহ কথিত সাংবাদিক ও এক চিকিৎসক আটক

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে দুই নারীসহ কথিত সাংবাদিক ও এক গ্রাম্য পশু চিকিৎসককে আটক করেছে পৌর ফাঁড়ী পুলিশ। শুক্রবার দুপুরে শহরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় রোডে অবস্থিত আবুবকর বিশ্বাসের (পুরাতন) বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।

জানাযায়, দীর্ঘদিন ধরে এক নারী ওই বাড়ী ভাড়া নিয়ে বসবাস করতেন। এদিকে বন্ধুত্তের সূত্র ধরে বিভিন্ন সময়ে ওই নারীর বাসায় উপজেলার ফুলবাড়ী গ্রামের গোলাম রহমানের ছেলে কথিত সাংবাদিক জনি হাসান ও একই এলাকার আতিয়ার রহমানের ছেলে গ্রাম্য পশু চিকিৎসক জিপু হাসান আসা-যাওয়া করতেন। শুক্রবার দুপুরে তারা দুইজন ওই নারীর বাড়িতে অবস্থান করলে জিপু হাসানের স্ত্রী ও পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ওই বাসার মুল গেইটে তালা ঝুলিয়ে দেয়।

আরও পড়ুন:
ভোট শেষে ৩০ মিনিটেই ফলাফল: এনআইডি ডিজি
বিয়ের দাওয়াত খাওয়া হলো না ৩ যুবকের
শার্শায় ছাত্রী ধর্ষন মামলায় শিক্ষক আটক

পরে খবর পেয়ে পৌর ফাঁড়ী পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আক্তারুজ্জামান লিটন ও টিএসআই ইউনুস আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে খালিশপুর ও বলুহর গ্রামের দুই নারীসহ জনি হাসান ও জিপু হাসানকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

পুুলিশ জানায় তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় পতিতাবৃত্তির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানুয়ারী ৩১, ২০২০ at ১৯:৫৫:১৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/তআ