অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ শ্রমিকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১৩ শ্রমিককে আটকের পর তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে এ কারাদন্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ দল সরকারী ইজারা ছাড়াই মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। এ অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে লক্ষীপুর জেলার রামগতি থানার সবুজ গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রাকিব, নড়াইল জেলার লোহাগড়া থানার ফারুক হোসেনের ছেলে রাকিবুল ইসলাম, রূপগঞ্জের সামসুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, ঝাউচর এলাকার নুর ইসলামের ছেলে নুন মোহাম্মদ, পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকার মোশারফ হোসেনের ছেলে সালাউদ্দিন, নড়াইল জেলার লোহাগড়া থানার খলিল মোল্লার ছেলে সুলতান মোল্লা, একই এলাকার মৃত. বাশি শেখের ছেলে রূবায়েত হোসেন, একই থানার শরিফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও একই থানার বালিনগর গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে ইউসুফ মোল্লা এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মজিদ শরীফের ছেলে মনিরুল ইসলাম ও মেহেদীগঞ্জ থানার নাজির আহাম্মেদের ছেলে জসিম উদ্দিন, একই এলাকার হারুন চৌকিদারের ছেলে ফিরোজ মিয়াসহ বরগুনা জেলার পাথরঘাটা থানার আমির হোসেনের ছেলে রুবেল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দেশদর্পণ/টিএ/এসজে