রংপুর রেঞ্জ পুলিশে শ্রেষ্ঠ কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ

কুড়িগ্রাম জেলায় হেলমেট ব্যবহার ও দূর্ঘটনা রোধে অনন্য ভুমিকা রংপুর রেঞ্জ পুলিশে আবারও সম্মাননা পুরষ্কার পেলো কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ।

দুর্ঘটনা রোধ, যানজট নিরসন, ট্রাফিক শৃংখলা রক্ষা ও হেলমেট ব্যবহারে অনন্য সাফল্য অর্জন করায় ৫ম বারের মত কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ রংপুর রেঞ্জ পুলিশে শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগের মর্যাদা পেয়েছে।

এ উপলক্ষে (১৫ জানুয়ারি) বুধবার বিকেলে রংপুর রেঞ্জে মাসিক অপরাধ ও আইনশৃংখলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে কুড়িগ্রামের পক্ষে টিআই জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সহ রেঞ্জের সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ পিতা-পুত্র আহত

উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ। সৃজণশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্ব-মহলে। বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়ন, নো-হেলমেট নো-পেট্রোল প্রথা চালু, দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে জেলা পুলিশ, কুড়িগ্রাম অনন্য ভুমিকা রাখায় এ গৌরব অর্জন করে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কুড়িগ্রাম সদরের ট্রাফিক বক্স সংস্কার,রাজারহাট বাজার মোড়ে পুলিল বক্স স্থাপন,ধরলা সেতুতে পুলিশ বক্স স্থাপন সহ জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম মনিটরিং সেলের মাধ্যমে জোড়দার করায় সড়কে শৃংখলা আনতে বিশেষ ভুমিকা রেখেছে বলে পরিবহন সংশ্লিষ্ট মানুষ মনে করেন।

দেশদর্পণ/এজিএল/এসজে