স্কুল ছাত্রীকে অপহরণ ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা সালমা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামের ফয়সাল আহম্মেদের মেয়েকে উত্যক্ত করত একই গ্রামের জয়নালের ছেলে জাকির। এজন্য ছাত্রীর অভিভাবকরা তার মেয়েকে নানীর বাড়ি মুন্সিগঞ্জে পাঠিয়ে দেন। সেখান থেকে জেএসসি পাশ করে কয়েকদিন আগে নিজের বাড়িতে আসে। গত ৪ জানুয়ারী সকালে ছাত্রীর বাবা-মা বাড়ীতে না থাকায় জাকির হোসেন তার সহযোগীদের নিয়ে ছাত্রীটিকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ৩ বছরের শিশু রাজাকারের তালিকায়!

স্থানীয় এলাকাবাসীসূত্রে আরও জানা গেছে, অপহরনকারী জাকির বন্দেরা গ্রামের বাসিন্দা এক যুবক হত্যা মামলার পলাতক আসামী।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামী করে লিটন, শিরীনা বেগম ও হিমেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, স্কুল ছাত্রীকে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা নিয়েছি, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দেশদর্পণ/টিএ/এসজে