মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

চাঁদপুরের মেঘনায় ঘন কুয়াশার কারণে ব‌রিশাল থে‌কে ঢাকাগামী দু‌ই লঞ্চের সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে আহত হয়েছেন আরও আট যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌ রুটের মাঝেরচর এলাকায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে বরিশাল থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। চাঁদপুরের কাছাকাছি পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চটি চরে আটকে যায়।
আরও পড়ুন: ‘সোলাইমানিকে হত্যায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করে ইসরায়েল’

একই সময় ঢাকা থেকে ভান্ডারিয়ার হুলারহাটগামী ফারহান-৯ নামে একটি লঞ্চ আটকে পড়া কীর্তনখোলাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘুমিয়ে থাকা মা ও তার সন্তান নিহত হন। আহত হন আরও দুই যাত্রী। ফারহান-৯ লঞ্চের ছয় যাত্রীও আহত হন।

এদিকে কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, ফারহান-৯ লঞ্চে আধুনিক যন্ত্রপাতি না থাকায় কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলেও তলা ঠিক রয়েছে।

দেশদর্পণ/এসজে