রাণীশংকৈলে শীতার্তদের মাঝে জেলা পরিষদ সদস্যের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদের সদস্য ও ৭ নং রাতোর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ১১ জানুয়ারি শনিবার তার নিজ বাড়িতে, এলাকার গরীব অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। জানা যায়, আব্দুল কাদের প্রতি বছরের ন্যায় এবারেও গরীব অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেন তিনি ও তার স্ত্রী শিরীন কাদের ।

শিরীন কাদের তার ব্যক্তিগতভাবে ৫০টি কম্বল বিতরণ করেন। আব্দুল কাদেরের এমন জনসেবামূলক কাজ দেখে সব সময় তিনি তাকে উৎসাহ দিয়ে এসেছেন বলে জানান আব্দুল কাদের । তিনি জানান ছাত্র রাজনীতির জীবন থেকেই অসহায় মানুষদের বিভিন্ন বিপদ আপদ সহ সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে জনসেবামূলক কাজ করে আসছি। , তিনি আরো জানান এবার আমি ২৫০টি শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি আগামীতে আরো করবো। জীবনে যত দিন বেঁচে থাকবো ততোদিন জনগণের সেবা করে যাবো ।
আরও পড়ুন: ‘রুট সিলেকশন’ পর্যায়ে রাজশাহী-কলকাতা রেল যোগাযোগ

জনগণের ভালোবাসায় আমি নেতা হয়েছি চেয়ারম্যান হয়েছি আবার জেলা পরিষদের সদস্য হয়েছি তাই জনকল্যাণমূলক কাজ করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, জনগণই আমার ক্ষমতা মূল শক্তি।

দেশদর্পণ/এইচকে/এসজে