সুবিধা বঞ্চিত শিশুরা পেল হুইল চেয়ার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের সহায়কযন্ত্র দিয়েছে উপজেলা শিক্ষা দপ্তর। (১১ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৫ জন সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার ও কেসার বিতরণ করা হয়।

আরো পড়ুন:
শাজাহান খানকে ২৪ ঘণ্টা সময় দিলেন নিসচা চেয়ারম্যান
চবি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত বাসযাত্রীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

উপজেলা পরিষদ চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা   সুবিধা বঞ্চিত  শিশু শিক্ষার্থীদের মাঝে এসব সহায়কযন্ত্র তুলে দেন।

এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান, জেসমিন আরা, খালেকুজ্জামান, সুবির কুমার ঘোষ, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাধারন সম্পাদক এইচ মাহবুব মিলু ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ১১, ২০১৯ at ১৮:৪১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাজলি/এজে