বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা-বাবার ৩০ হাজার টাকা জরিমানা

আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের বাবা-মার কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ জানায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিমদেবত্তর গ্রামের মজিবর রহমানের ১৪ বছর বয়সের এক কন্যার ২ মাস আগে বিয়ে হয়। বিষয়টি গোপন থাকলেও গত ২দিন আগে এলাকায় ফাঁস হয়ে যায়। আজ ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা মজিবর রহমান(৬০) ও মাতা জ্যোসনা বেগম (৫০) কে আটক করে রাজারহাট থানায় নিয়ে আসে।

আরো পড়ুন:

আজ বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের দু’জনের ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান উপস্থিত ছিলেন।

০৫ ডিসেম্বর,২০১৯  at ২১:৫৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিলা/এজে