চৌগাছায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক সেমিনার

চৌগাছায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাঁচতে শেখার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা স্যোসাল সাপোর্ট কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাঁচতে শেখার উপজেলা প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্প কর্মকর্তা রীনা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত।

আরও পড়ুন:
জিংক সমৃদ্ধ ধানের বীজ বাজারজাতকরণে মতবিনিময় সভা
হত্যার পর গরু ও বাছুর চুরি

এছাড়া বক্তব্য দেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এম হাসান মাহমুদ, ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন, কাজী আজিজুর রহমান, মহিলা ইউপি সদস্য রেশমা বেগম ও আমেনা বেগম, শিক্ষক ইসরাইল হোসেন, ইমাম মেহেদী হাসান প্রমুখ।

এ সময় জহুরা খাতুন, সরেভান বেগম, সুন্দরী বেগম, তহুরা বেগম, আতাবান বেগম, রহিমা খাতুন, রোজীনা খাতুন, তাছলিমা বেগম, রেশমা বেগম, রাবেয়া খাতুন, কুলসুম বেগমসহ প্রকল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, কাজী উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ৫, ২০১৯ at ১৯:২৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/এআই