মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন, হোটেল স্টার ইন্টারন্যাশনালকে জরিমানা

রাজশাহীতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিফতর অভিযান চালিয়ে হোটেল স্টার ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল এলাকায় ওই হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:
বিয়ের নামে ৬’শতাধিক নারীকে চীনে পাচার!
তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

অভিযানকালে হোটেল স্টার ইন্টারন্যাশনাল আবাসিকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, পঁচা শাকসবজি ও খাবার পরিবেশনের অভিযোগ পান তারা। এসময় হোটেলটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এ জরিমানা করেন।

ডিসেম্বর ৪, ২০১৯ at ১৯:১০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই