আমাকে নিয়ে গুজব ও অপপ্রচার ছড়াবেন না: বিজিবি অধিনায়ক

রাজশাহী সীমান্তে বিএসএফের সঙ্গে গোলাগুলির ঘটনায় বিজিবি-১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের বিরুদ্ধে কোর্ট মার্শাল হচ্ছে এমন গুজব ও অপপ্রচার ছড়িয়ে দেয়া হচ্ছে। একটি মহল গুজব ছড়াচ্ছে, তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্বপদে বহাল থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোর্ট মার্শালের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

এ বিষয়ে রাজশাহী বিজিবির-১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, আমি স্বপদে সসম্মানে চাকরিতে বহাল আছি। আমাকে বরখাস্ত করা হয়নি। কোনো ধরনের বিচারের মুখোমুখিও হতে হয়নি। এসব অবান্তর ও অপপ্রচার। এধরনের গুজব না ছড়াতে আহ্বানও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:
একজন সাহসী যোদ্ধার গল্প ……
রাণীশংকৈলে হানাদার মুক্ত দিবস পালিত

গত ১৭ অক্টোবর ভারতের সীমান্তরেখা অতিক্রম করে কয়েকজন জেলে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। মা ইলিশ শিকারের সময় ভ্রাম্যমান আদালত চার জেলেকে আটক করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা এসে তিন জেলেকে ছিনিয়ে নেয়। অপর জেলে প্রণব মন্ডলকে ছিনিয়ে নেয়ার জন্য বিএসএফ সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় বিজিবি পাল্টা গুলি চালালে বিএসএফ এর সদস্য বিজয় ভান সিং নিহত এবং আহত হন আরেক বিএসএফ সদস্য রাজবীর সিং।

ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বিএসএফের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদের মেরে ফেলবো-একটা বাহিনীর সাথে সম্পর্ক অবনতি করবো-এমনটা হতে পারেনা। জাতিগতভাবে আমরা মদ্যপ নই এবং আমরা মানসিকভাবেও সবাই সুস্থ। আমরা একটা বাহিনীর সাথে সম্পর্ক অবনতি করার মত কোন ঘটনাও ঘটাইনি।

এদিকে সম্প্রতি বিভিন্ন অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু বাস্তবে এধরনের খবরের কোনো ভিত্তি নেই।

ডিসেম্বর ৩, ২০১৯ at ২০:২৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই