ঝিনাইদহে উদ্যোক্তা প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের উদ্বোধন

“তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি” এই শ্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয় বিডা কর্তৃক উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে উদ্যোক্তাদের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সার্কিট হাউজের সামনে অবস্থিত প্রশিক্ষন কেন্দ্রে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ঝিনাইদহ শাখা’র ব্যাবস্থাপক  ইলিয়াস ইকবাল ও ঝিনাইদহ চেম্বার  অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক শাপলা ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
রায়পুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাকুরির পেছনে না দৌড়ে নিজেরায় কর্মসংস্থান তৈরি করি। যেখানে নিজে নিজের চাকুরি করে অন্যকে চাকুরি দিতে পারি। এজন্যই প্রশিক্ষণের মাধ্যমে আমরা একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারি। এ কার্যক্রমে ২৫জন করে ১৫টি ব্যাচের মধ্যে এটি তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ডিসেম্বর ৩, ২০১৯ at ১৬:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/এআই