কেশবপুরে জাহানারা বেগম ১১ দিন যাবৎ নিখোঁজ

স্বেচ্ছাসেবী সংস্থা টিএমএসএস কেশবপুর শাখার আয়া জাহানারা বেগম (৪৮) গত ১১ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের মৃত নাদের ফকিরের স্ত্রী জাহানারা বেগম টিএমএসএস কেশবপুর শাখায় আয়াপদে চাকুরী করেন।

তিনি গত ২১ নভেম্বর সকাল ৮ টায় বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। নিকট আত্নীয় স্বজন-সহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করে তাঁকে পাওয়া যায়নি। নিখোঁজ জাহানারা বেগমের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা, মাথার চুল কাঁচা-পাকা, পরনে প্রিন্টের শাড়ির উপর বরকা পরিহিত ছিল।

আরো পড়ুন:
বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নওগাঁয় ল্যাব বিস্ফোরণে আহত ৬ শিক্ষার্থী

তাছাড়া জাহানারা বেগমের ব্যাবহৃত ০১৭৮৫-০৭১৭৬৩ নং মোবাইল ফোনটি সেই থেকে বন্ধ রয়েছে। এব্যাপারে জাহানারা বেগমের পূত্র বিল্লাল হোসেন ০১-১২-২০১৯ তারিখে থানায় একটি জিডি করেছেন। যার নং ১৮। কোন স্বহৃদয় ব্যক্তি জাহানারা বেগমের সন্ধান পেলে ০১৭২৬-৫০৫৭০৯ নং মোবাইলে যোগাযোগ করার জন্য তাঁর পূত্র বিল্লাল হোসেন অনুরোধ করেছেন।

ডিসেম্বর ০১, ২০১৯ at ২০:৫২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস আর/এজে