নওগাঁয় ল্যাব বিস্ফোরণে আহত ৬ শিক্ষার্থী

নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

আরো পড়ুন:
এক গ্রামে ৯০০ শিশু এইচআইভি আক্রান্ত !
এক ফসলি জমিতে তিনটি ফসল আবাদে অতিরিক্ত উৎপাদনের সাফল্য

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেলের কর্মরত চিকিৎসক।

প্রতিষ্ঠানটির ল্যাবে আজ শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিলো। পরীক্ষা চলাকালীন সময় হটাত এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিসেম্বর ০১, ২০১৯ at ২০:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সটিভিও/এএএম