বুয়েটের ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সোহরাওয়ার্দী ও আহসানউল্লাহ হলে সাম্প্রতিক র‌্যাগিং ঘটনায় ২৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বহিষ্কার এবং ৪ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে বুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান এই তথ্য জানান। বুয়েট বোর্ড অফ রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটি সাম্প্রতিককালে সোহরাওয়ার্দী ও আহসানউল্লাহ হলের র‌্যাগিং ঘটনা তদন্ত করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক ও বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সদস্যসচিব অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্যমতে, সোহরাওয়ার্দী হল থেকে ৩ জনকে একাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন- মো. মোবাশ্বের হোসেন শান্ত, এ এস এম মাহাদী হাসান ও আকিব হাসান রাফিন। একই হলের ১৭ জনকে বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার এবং ভবিষ্যতের জন্য সতর্কীকরণ চিঠি দেয়া হয়েছে। এসব শিক্ষার্থীরা হলেন- কাজী গোলাম কিবরিয়া রিফাত, মো. সাকিব হাসান, মো. সাজ্জাদুর রহমান, সাকিব শাহরিয়া, শেখ আসিফুর রহমান আকাশ, মো. রাইহান তাহসিন, মেহেদী হাসান, তৈয়ব হাসান, এ এফ এম মাহফুজুল কবির, মো. বখতিয়ার মাহবুব মুরাদ, সৈয়দ শাহরিয়ার আলম প্রত্যয়, মো. তৌফিক হাসান, মো. কুতুবুজ্জামান কাজল, মো. তাহমিদুল ইসলাম, ফেরদৌস হাসান ফাহিম, মো. আল আমিন ও তাহাজিবুল ইসলাম।

আরও পড়ুন:
মালাইকার শরীরে মুগ্ধ চাচা শ্বশুর!
কেশবপুর বিশিষ্ট সমাজসেবক শেখ আবুবকর সিদ্দিকের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

এছাড়া আহসানউল্লাহ হল থেকে ৬ জন তথা সৌব্যসাচী দাস, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মো. ফরহাদ হোসেনকে একাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সতর্কীকরণ চিঠি দেয়া হয়েছে মোট ৪ জনকে। তারা হলেন- মো. তাসনিম ফারহান ফাতিন, লোকমান হোসেন, শাফকাত বিনি জাফর ও তানজির রশিদ আবির।

এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সাথে কথা বলে জানা যায়, তারা শাস্তির এ বিষেয় হলে এবং অভিযুক্ত প্রত্যেকের কাছে চিঠি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর তারা সংবাদ সম্মেলন করে তৃতীয় দাবি পূরণের বিষয়ে কথা বলবেন। পাশাপাশি তাদের ক্লাসে ফেরা বা পরীক্ষায় অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত জানাবেন।

নভেম্বর ২৯, ২০১৯ at ১০:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এআই