ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ সময় ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
পুলিশ চেকপোষ্টে গাজাসহ আটক ৪
তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ‘ছায়ানীড়’ উদ্বোধন

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনার আওতায় কর্মসূচীর খরিপ-১ মৌসুমে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সাড়ে ৪ হাজার কৃষকদের মাঝে ভূট্টা, সরিষা, মুগ তিল বীজ ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয়।

নভেম্বর ২৬, ২০১৯ at ১৮:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/এআই