যবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র: মেধা মূল্যায়নে অনিশ্চয়তায় ১৫ হাজার শিক্ষার্থী!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে প্রকৌশল অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ‘এ’ ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০টি প্রশ্ন থাকার কথা থাকলেও ছিলো ৮১টি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীদের শিক্ষা জীবন। শিক্ষার্থীরাসহ সচেতন অভিভাবকগণ এই ত্রুটির জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দায়ী করছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যবিপ্রবির ২০১৯-২০ সেশনের প্রকৌশল অনুষদের ভর্তি পরীক্ষা হয়। এই প্রশ্নপত্রে ৩ নং দিয়ে দুইটি প্রশ্ন ও ৩ নং এর শেষের প্রশ্নটি ৫ নং দাগে আরো একবার দেয়া হয়েছে। এজন্য প্রশ্নপত্রে ৮০টি প্রশ্ন থাকার কথা থাকলেও রয়েছে ৮১টি। ফলে পরীক্ষা শুরুতেই পরীক্ষার্থীরা বেশ বেকায়দায় পড়েন। অনেকে না বুঝে এমআরও শিট পূরণ করেন। যারা প্রথম তিনটি প্রশ্ন বাদে সব প্রশ্ন ভুল উত্তর দিয়েছেন।

 

তবে এই ভুলকে বড় ধরনের ভুল বলে মনে করছেন না যবিপ্রবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, আমি শুনেছি প্রশ্নপত্রে একই প্রশ্ন দুই বার হয়েছে। এটা বড় কোন সমস্যা না। তবে এই ভুলের কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে ভুল প্রশ্নের জন্য নাম্বার পাবেন পরীক্ষার্থীরা।

আরো পড়ুন :
সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ
একটি মাত্র অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ৫৬টি মন্ত্রণালয়ের সেবা

পরিবহন ধর্মঘটের মধ্যেও রংপুর থেকে আগত নুসরাত জাহান বলেন, অনেক কষ্ট করে পরীক্ষা দিতে এসেছি। আমার প্রস্তুতিও ভাল ছিল। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে শেষ পর্যন্ত পরীক্ষা ভালো হয়নি। বিষয়টি আমি প্রথমে বুঝতে পারিনি। যখন বুঝেছি তখন ৬০ টির বেশি প্রশ্নের উত্তর ভুল পূরণ করা হয়ে গেছে। তখন দায়িত্বরত শিক্ষকদের সাথে কথা বললেও তারা কোন সমাধান দিতে পারেননি। আর পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে কর্তৃপক্ষ একটি নোটিশ দেন। তখন আর আমাদের কিছু করার ছিল না।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টায় ‘বি’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবার সকাল ৯টায় ‘ডি’ ইউনিট, বেলা ১১টায় ‘ই’ ইউনিট এবং বিকেল সাড়ে তিনটায় ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। আজ রবিবার (২৪ নভেম্বর) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে।

২৪ নভেম্বর, ২০১৯  at ১২:৪০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/এজে

আরো পড়ুন:
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
একটি মাত্র অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ৫৬টি মন্ত্রণালয়ের সেবা