ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার বড়বাড়ী বগুড়া গ্রামের উসমান আলীর স্ত্রী বুলু বেগম (৪৫) ও একই উপজেলার দুধসর গ্রামের কিয়ামুদ্দীন সরদার (৫৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন বড়বাড়ী বগুড়া গ্রামের উসমান আলী ও মসলেম উদ্দীন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন জানান, মঙ্গলবার সকালে হাটগোপালপুর থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে বুলু বেগমসহ তিন জন ঝিনাইদহে আসছিলেন। এসময় পথে গোয়ালপাড়া বাজার এলাকায় পৌছালে ভ্যানের উপর থেকে বুলু বেগম পড়ে যায়।

পরে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বুলু বেগমের মৃত্যু হয়। এদিকে শৈলকুপা চন্ডিপুর নামক স্থানে মঙ্গলবার বিকালে ওয়ালটনের কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী কিয়ামুদ্দীন সরদার নিহত হন।

আরো পড়ুন :
মহেশপুরে ২৯ লাখ টাকার সোনার আংটি উদ্ধার!
যবিপ্রবি কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

এ সময় তিনি দুধসর থেকে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেন।

১২ নভেম্বর, ২০১৯  at ১৭:৫০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাজলি/এজে