ইবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১২ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ১২ নভেম্বর থেকে প্রকাশ করা হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, ইতোমধ্যে ভর্তি পরীক্ষার লিখিত উত্তরপত্রগুলো নিরীক্ষার কাজ চলছে এবং ১২ তারিখ থেকে পর্যায়ক্রমে ইউনিট ভিত্তিক ফল প্রকাশ করা হবে। ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) তাদের ফলাফল দেখতে পারবেন।

আরও পড়ুন:
ইয়াহু গ্রুপস বন্ধ হয়ে যাচ্ছে
শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উল্লেখ্য, এ বছর ৩৪ টি বিভাগের ২ হাজার ৩০৫ টি আসনের জন্য আবেদনকারী ৬১, ৯৪২ জন । ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত।

নভেম্বর ৯, ২০১৯ at ১২:৩২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিএইচ/এআই