অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়!

জাবি’র উপাচার্য অপসারণের পক্ষে-বিপক্ষের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে উভয় পক্ষের শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
নদীতে গোসলের নামে চলছে অস্ত্র চোরাচালান!
আইপিএলে নতুন নিয়ম, কি থাকছে এই নিয়মে

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, তখন উপাচার্যপন্থী শিক্ষকেরা সেখানে যান। তারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

নভেম্বর ৫, ২০১৯ at ১৫:৪৫:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এআই