মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ ক্ষতি!

যশোরের কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামে রিপন মোড়লের মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার ছোট পাথরা গ্রামের সাজ্জাত মোড়লের পূত্র রিপন মোড়ল ছোট পাথরা বিলের ভাঙাড়ের মাথায় ৮ বিঘা জমিতে বার্ষিক হারির ভিত্তিতে ৫ বছরের চুক্তিতে বিগত ৩ বছর যাবৎ মাছ চাষ করে আসছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে রিপন মোড়ল আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে শত্রুতামূলক ভাবে তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে।

আরও পড়ুন:
কীটনাশক পান করে গৃহবধুর আত্মহত্যা
চাকুরীর প্রলোভন দেখিয়ে ছাত্রবাসে আটকিয়ে যুবতীকে গণধর্ষণ

বিষ প্রয়োগের ফলে ঐ ঘেরের রুই, কাতলা-সহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মাছ মরে যায়। যার ফলে রিপন মোড়ল একাবারে সর্বশান্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে তিনি কেশবপুর থানা পুলিশকে অবহিত করেছেন।

অক্টোবর ৩১, ২০১৯ at ২০:০৬:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসএস/এআই