নগর সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন মেয়র লিটন

রাজশাহী নগরীর দড়িখরবোনা মোড় থেকে উপশহর এলাকা পর্যন্ত সড়কটি প্রসস্ত করণ কাজের উদ্বোধন করা হয়েছে। ফলে দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হলো উপশহর এলাকাবাসীর। শুধু তাই নয়, সড়কটি বেশ ছোট ছিলো। তাই পাশের জমি অধিগ্রহণ করে এই সড়ক প্রসস্তের কাজ করা হয়। সড়কটির কার্পেটিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। চলছে পিচ ঢালাই।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কাজের উদ্বোধন করেন। তিনি সড়কের কাজ পরিদর্শন করেন।

আরও পড়ুন:
সরাসরি কৃষকদের ৬ লাখ টন ধান কিনবে সরকার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালায় বহিরাগতরা !

এসময় উপস্থিত ছিলেন, রিথিন এন্টারপ্রাইজের স্বতাধিকারী মো. তৌরিদ আল মাসুদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে রাজশাহী সিটি কর্পোরেশন দড়িখরবোনা মোড় থেকে উপশহর এলাকা পর্যন্ত সড়ক প্রসস্ত করণের উদ্যোগ গ্রহণ করেন মেয়র। চলতি বছরের শুরুর দিকে এর কাজ শুরু হয়।

অক্টোবর ৩১, ২০১৯ at ১৯:১৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই