শিবগঞ্জে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত

 “গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২.৩০মিনিটে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে গুজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দেশকে সবুজ-শ্যামল হিসেবে গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খান, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিএম মিজান ।

আরো পড়ুন :
শিশুদের শরীরে কৃমি থাকার লক্ষণ
চলছে অবৈধ বালু উত্তোলন”দেখার কেউ নেই

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, শিবগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান, শিবগঞ্জ উপজেলা আ’লীগের নির্বাহী সদস্য আবু জাফর, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি শফিকুল ইসলাম শান্তু, গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফুরুল ইসলাম, যুব নেতা মেহেদী হাসান খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক, সহ-সভাপতি মাস্টার শাহজাহান আলী, সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক তৌহিদ মন্ডল, প্রচার সম্পাদক সাজু মিয়া, কার্য-নির্বাহী সদস্য আব্দুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন।

সভা শেষে গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আট শতাধিক ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বৃক্ষ পেয়ে আনন্দচিত্রে বৃক্ষ হাতে বাড়ি ফিরে যান।

৩১, অক্টোবর,  ২০১৯  at ১৭:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/রইর/এজে