কুড়িগ্রামে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ উপলক্ষে মাধ্যমিক স্কুল পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান আলী।

আরও পড়ুন:
শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা
মোবাইল ফোনের জন্য হেলপারকে হত্যা

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রাকিবুল হাসান রুপম, মো. রাকিবুল ইসলাম, নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল্লাহ হক, মুক্তাজ্জাহান, রুহেনা বেগম, প্রজেক্টের  উলিপুর পৌরসভা ফেসিলেটেটর জুলিয়া খানম জ্যোতি প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

অক্টোবর ২৯, ২০১৯ at ১৭:২৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/
এসআই/এআই