ভূরুঙ্গামারীতে বিএসএফের গুলিতে যুবক নিহত!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, আজ (২৮ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তে (ভারতের দীঘলটারী) ৯৭৫ নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব-পিলারের মাঝখানে জিরো পয়েন্টে এক যুবকের গুলিবিদ্ধ লাশ এবং বাংলাদেশী সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন:
লোহাগাড়ায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণায় আটক ১
র‌্যাবের অভিযানে ৮ লাখ ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক

ওই সময় সীমান্তে বিএসএফের টহল ও আনাগোনা বৃদ্ধি পায়। এলাকাবাসীর সন্দেহ হলে তারা ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌছায়।

নিহত ব্যক্তি বাংলাদেশী না ভারতীয় নাগরিক তা নিয়ে কিছুটা বিপাকে পড়ে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ লাশটি ভারতীয় নাগরিকের বলে সনাক্ত করে। লাশটি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র আখেরুল শেখের (১৮) বলে নিশ্চিত করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে যায়।

অক্টোবর ২৮, ২০১৯  at ১৬:১০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএল/এআই