স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে কাওছারকে অব্যাহতি

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৩ অক্টোবর) ধানমন্ডি ২৭ এর একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শুদ্ধি অভিযানের অপরিবর্তিত পরিস্থিতিতে এই সম্মেলন। শেখ হাসিনার কিছু পদক্ষেপকে সবাই প্রশংসা করছেন। নিজের ঘরের লোকদের বিরুদ্ধে এই  অভিযান ৭৫ পরবর্তী সরকারকেই নিতে হবে। এই অভিযানে যারা দুর্নীতি, মাদক ও চাদাবাজি করে তারা কেউ ছাড় পাবে না। তিনি আরো বলেন, তদন্ত করে দেখা হচ্ছে কারা কারা এসব কর্মকান্ডে জড়িত। এতে আওয়ামী লীগের  অনেক প্রভাবশালী নেতাও নজরদারিতে আছেন।

জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সব জেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত মেয়াদোত্তীর্ণ কমিটি করা হবে। পকেট ভাড়ী করার জন্য নিজের সমর্থক বাড়ানোর জন্য বিতর্কিত কাউকে দলে না ভিড়ানোর আহবান জানান তিনি। তিনি আরো বলেন, খারাপ কিংবা দুষ্ট লোকের দরকার নেই, ক্লিন ইমেজের নেতা নিয়ে সামনে এগিয়ে যাব। যেখানে বিতর্কিত ও অনুপ্রবেশ হয়ে থাকে, তাদের দল থেকে বের করে দিন। শেখ হাসিনার ৭৫ এর জনপ্রিয়তাই বিএনপির গাত্রদাহের কারন।  এখন ইস্যু খোজার চেষ্টা করে না পেয়ে ভোলা থেকেও বিএনপি ফায়দা তোলার চেষ্টা করছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারেনি তারা।
আরো পড়ুন:

নতুনভাবে ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত’র ঘোষণা প্রধানমন্ত্রীর
জয়পুরহাটে পুলিশি বাধা উপেক্ষা করে বাম জোটের বিক্ষোভ
বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩

তিনি আরো বলেন, কামাল হোসেন সাহেব বিএনপি নেতাদের সাথে দেখা করলেই তারা চাঙ্গা হয়ে যাবে। তারা আন্দোলন করতে পারেনি কারণ তারা এক ধরনের বোকার স্বর্গে বাস করেন।

মেনন প্রসঙ্গে তিনি বলেন, তিনি ইউটার্ণ নিয়েছেন। তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সেটিও দেখার বিষয়। শরীক দলের জন্য একনেতার জন্য ১৪ দল ভাঙ্গবে না।

সভায় আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে পদ থেকে অব্যহতি দিয়েছেন। আগামী বছরের প্রথমদিকেই সিটি নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি। শেরেবাংলা নগরে বানিজ্য মেলা ময়দানের কাউন্সিল সফল করতে এই বর্ধিত সভা।

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সবাইকে এগিয়ে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। এই সফলতার ধারাকে অব্যহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

অক্টোবর ২৩, ২০১৯ at ১৭:০২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/তআ/ওআ