জয়পুরহাটে পুলিশি বাধা উপেক্ষা করে বাম জোটের বিক্ষোভ

ভারতের সাথে অসম চুক্তি বাতিল, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের বিচার, গুম, খুন,জুয়া, ও সন্ত্রাস বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

বাম জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে জোটের নেতৃবৃন্দ।

আজ (২৩ আক্টোবর) বুধবার সকাল সাড়ে ১১টায় চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্টে এসে সমাবেশ করেন বাম জোটের নেতা কর্মিরা।
আরো পড়ুন:
মণিরামপুরের ৫ সূর্যসন্তানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী আজ
তাহিরপুরে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক
দিপাবলী উপলক্ষে বিএসএফকে বিজিবি’র শুভেচ্ছা

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাম গনতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এম এ রশিদ, জেলা বাসদের আহবায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদ (মার্ক্সবাদী) আহবায়ক ওবাইদুল্লাহ মূসা প্রমুখ।

অক্টোবর ২৩, ২০১৯ at ১৬:৪৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/তআ/ওআ