ইবি’র পরিবহন পুলে যুক্ত হলো  নতুন ২টি  গাড়ি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহন পুলে ৫২ সীটের আরও ২টি অত্যাধুনিক নতুন হিনো বাস গাড়ি যুক্ত হয়েছে।আজ (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে প্রশাসন ভবনের সম্মুখ চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী ফিতা কেটে নতুন ক্রয়কৃত গাড়িগুলো শুভউদ্বোধন  করেন।
আরো পড়ুন:
অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার
পুজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত ৪, আটক ৫
ইবিতে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন
এসময় উপাচার্য  অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের দুর্বল পরিবহন খাতকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতির প্রধান কারণ এই পরিবহন খাত।তিনি জানান, ছয়টি কোস্টার গাড়ি আমরা পরিবহন পুলে সংযুক্ত করেছি,যা শিক্ষক-কর্মকর্তারা ব্যবহার করছেন। আর নতুন এ বাস দুইটি শিক্ষার্থীরা ব্যবহার করবে।
এসময় উপস্থিত ছিলেন,উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ,পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম,শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন,বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান,অধ্যাপক ড. কাজী আখতার হোসেন,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ পরিবহন অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

অক্টোবর ১৯, ২০১৯ at ০৬ :০৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ইবি/তআ/ওমি