ককটেল বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হল ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া (৮), তৃতীয় শ্রেণির ইয়াসমিন (৯), চতুর্থ শ্রেণির তানজিলা (১০), শিশু শ্রেণির মাহিম (৬), প্রথম শ্রেণির ইয়াছিন (৬)

গোসাইরহাট থানা ও মাছুয়াখালী বিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে বিদ্যালয়ের কাছেই অবস্থিত ওয়াজ উদ্দিন মাদবরের একটি পরিত্যক্ত ঘরে খেলতে যায় শিশু শিক্ষার্থীরা। সেখানে একটি ব্যাগ দেখতে তারা সেটা নিয়ে খেলা করতে গেলে বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়।

এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া, ইয়াসমিন, তানজিলা, মাহিম ও ইয়াছিন মারাত্মক আহত হয়। পরে আহত শিক্ষার্থীদের বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসী উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরো পড়ুন:
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব -বাংলাদেশ ব্যাংক
উপজেলা প্রশাসনের ৩ কর্মকর্তার অবসরে যাওয়া উপলক্ষে বিদায় অনুষ্ঠান

মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, ‘ওই পরিত্যক্ত ঘরটিতে শিশুরা খেলা করছিল। সেখানে কীভাবে বোমা এল তা আমরা বলতে পারব না। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনার হাত থেকে শিশুরা বেঁচে গেছে।’

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত রয়েছে। এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে তাদের চিকিৎসা গোসাইরহাটে করা যাবে কিনা।’

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীদের আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বিস্ফোরিত ককটেল বোমার আলামত পাওয়া গেছে। ওই ঘরে কীভাবে বোমা আসল এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।’

অক্টোবর ০৩, ২০১৯ at ২১:২৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এনটিভিও/এএএম