শৈলকুপা হাসপাতালে এন্টিভেনম রাখার দাবীতে মানববন্ধন

“বিষধর সাঁপের ছোবলে, পড়তে চাইনা আর মৃত্যুর কোবলে” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঁপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে হাসপাতালগুলোতে এন্টিভেনম ঔষুধ রাখার দাবীতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। মানববন্ধনে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

আরো পড়ুন:
গোবিন্দর প্রযোজনায় বাংলাদেশি সিমলা
সোনারগাঁও হোটেলের আগুন নিয়ন্ত্রণে

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, যুগ্ম সম্পাদক সাধন বিশ্বাস, গোলাম সরোয়ার, সদস্য মিজানুর রহমান, স্বপন বিশ্বাস ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক স্বপন বাগচিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গত এক মাসে এ উপজেলায় বিষধর সাঁপের ছোবলে অন্তত ৭ জন রোগী মারা গেছেন। হাসপাতালে এন্টিভেনম না থাকায় বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হয়। অবিলম্বে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম ঔষুধ রাখার দাবী জানান তারা।

অক্টোবর ০১, ২০১৯ at ১২:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মসু/এএএম