জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
মানুষের চাহিদা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ করছি -রেলমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা তথ্য আপা কর্মকর্তা তানিয়া সুলতানা, ঊষা এনজিওর নির্বাহী পরিচালক আব্দুল হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশু শিক্ষার্থীরা।

সেপ্টেম্বর ৩০, ২০১৯ at ১৬:২৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএম/কেএ