কাজিপুরে অদ্ভুদ শিশুর জন্ম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অদ্ভুদ এক শিশুর জন্ম হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে ওই শিশুটি জন্ম নেয়।

বিলচতল গ্রামের গৃহবধু বিথী আকতার এই শিশুটির জন্ম দিয়েছেন। শিশুটির বাবা ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ি আবু জাফর। ওই শিশু তাদের প্রথম সন্তান। সোমবার দিবাগত রাতে আবু জাফরের বাড়িতেই শিশুটি জন্ম নেয়।

অদ্ভুদ শিশুটির পায়খানা ও প্রসাবের দ্বার নেই। এছাড়া একটি পা নেই ওই শিশুর। তবে একটি পা থাকলেও সেটি বিকলঙ্গ। যার কারনে শিশুটির লিঙ্গ বোঝা যাচ্ছে না। পরিবারের সদস্যরা এ পর্যন্ত তার লিঙ্গ সনাক্ত করতে পারেনি।

আরও পড়ুন:
চৌগাছায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অব্যাহত
বিশ্বসেরা মুকুট জিতলেন লিও মেসি

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত ও শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিক রয়েছে। মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিশুর বাবা আবু জাফরের বরাত দিয়ে তিনি জানান, অদ্ভুদ শিশুটি জন্মের পরেই খবরটি এলাকায় ছড়িয়ে পরে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুটিকে ডাক্তারের কাছে নেওয়ার উদ্যোগ নিয়েছে তার পরিবার।

সেপ্টেম্বর ২৪, ২০১৯ at ১৬:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/কেএ