গডফাদার বুঝি না, অপরাধীরা ধরা পড়বেই-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চুনোপুঁটি-রাঘববোয়াল বলতে কিছু বুঝি না। গডফাদার-গ্র্যান্ডফাদার যারাই অপরাধ করবে, তাদেরই শাস্তি পেতে হবে। অপরাধে জড়িত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেয়া হয়নি।

চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক বিরোধী চলমান অভিযানের বিষয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজির মতো অপকর্মের বিরুদ্ধে সরকারের এই অভিযান চলছে। যেখান থেকেই তথ্য আসছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে।

আরও পড়ুন :
ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
তরিব হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন

রাজনীতিবিদ বা যেই হোক না কেন যারা অপরাধ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। যেই আপরাধ করবে, আইনের চোখে সেই অপরাধী। আর তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান-আসাদুজ্জামান কামাল।

গ্রেফতার ব্যক্তিদের মাস্টারমাইন্ডদেরও আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেই অপকর্ম করছে, তাকেই আমরা আইনের আওতায় নিয়ে আসছি।

চুনোপুঁটি আর রাঘববোয়াল বলতে আমাদের কাছে কিছু নেই। আমাদের কাছে সবাই সমান। রাঘববোয়াল যদি আপরাধ করে থাকে তাকেও ধরছি। এ ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যারাও বাদ যাচ্ছেন না।

জনপ্রিয়তা বাড়াতে সরকার এ পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার ঘাটতি রয়েছে? উনি জনপ্রিয়তার জন্য নয়, সুশাসন প্রতিষ্ঠার জন্য এখন আমাদের নির্দেশনা দিয়েছেন।

সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এসব অবৈধ ব্যবসা বা যারা অবৈধভাবে অন্যায় কিছু করতে চায়, সেগুলোকে দমন করতে হবে। সে জন্যই আমাদের এ প্রচেষ্টা চলছে। এ অভিযান শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না। জেলা পর্যায়েও চালানো হবে।

সেপ্টেম্বর ২৩, ২০১৯ at ১৭:১৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যুন/আজা