ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ-তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক যানানো যাচ্ছে যে গতকাল ২৫ আগষ্ট মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিলো সেই ঘটনার প্রেক্ষিতে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।

আরও পড়ুন :
ধর্ষণে চেষ্টার অভিযোগে আটক ১
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষন

তদন্ত কমিটির সদস্যরা হলেন-শাকিল আহমেদ সুমন,মোঃ কামরুজ্জামান খান সাগর,আব্দুর রহিম সর্দার,এ বি এম রেজাওয়ানুল ইসলাম।

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটির টাকার টেন্ডার কে জিম্মি করতে তুচ্ছ ঘটনায় শাখা ছাত্রলীগের সাথে বিদ্রোহী গ্রুপের রাতভর সংঘর্ষ, গুলাগুলি, ককটেল বিস্ফোরিত হয়েছে।

আগস্ট ২৬, ২০১৯ at ১৮:১৯:৫৬(GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তএইচ/আজা