যবিপ্রবি ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন কবু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চার গ্রুপের শিক্ষার্থীদের কুইন্স হসপিটালে ৪৫দিনের ট্রেনিং শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার কুইন্স হসপিটালের কনফারেন্স রুমে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুইন্স হসপিটাল (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম. হুমায়ুন কবির কবু শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

আরো পড়ুন :
গাজীপুরে যুব মহিলালীগ নেত্রী রুনা-আনুর পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ
ফুলবাড়ীতে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

এতে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিসেসের ডেপুটি ডাইরেক্টর ডাঃ আহাম্মেদ বদরুদ্দোজা, কুইন্স হসপিটালের ম্যানেজার মিঠু সাহা, আইটি এডমিন হাসান ইমাম শিমুল, মার্কেটিং অফিসার মোঃ ইমরান হোসেন এবং আরো অনেকে। এ সময় এ.এস.এম. হুমায়ুন কবির কবু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। সবার হাতে সনদপত্র তুলে দেন।

সেপ্টেম্বর  ০৬.২০২১ at ২১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি