শিবগঞ্জে নিসচা’র সহযোগিতায় হুইল চেয়ার পেল পঙ্গু নুরনবী

স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনায় পঙ্গু ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) বিকেলে নিরাপদ সড়ক চাই (নিচসা) শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে নিসচা’র আয়োজনে ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্’র অর্থায়নে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন নিসচা শিবগঞ্জ উপজেলার উপদেষ্টা যুবনেতা হুসাইন শরিফ সঞ্চয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য সচিব মাস্টার রবিউল ইসলাম রবি, নিসচা সদস্য আশরাফুল ইসলাম, সাংবাদিক সাজু মিয়া, ছাত্রলীগ নেতা ইমরান নাজির প্রমূখ।

প্রসঙ্গত হুইল চেয়ার বিতরণের চলমান কর্মসূচির অংশ হিসেবে উপজেলার আটমূল ইউনিয়নের ছোট বেলঘড়িয়া গ্রামের সড়ক দুর্ঘটনায় পা হারানো আঙ্গুরের ছেলে নুরনবীকে প্রথম ধাপে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

এপ্রিল ১১, ২০২১ at ১৯:৪০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআইআর/এমআরএইস