বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সফলে চৌগাছা  উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্ব এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুচ আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ সালাম, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুসা খাঁ, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. মালেক, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আলী আকবার, জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার মহিদুল ইসলাম, চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম, ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ মান্নান, পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সদর আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান খোকা, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহেব আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইনাল বিশ্বাস, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তালেব, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মঈন আলী প্রমুখ।

দলীয় সূত্র জানায়, ১ সেপ্টেম্বর শুক্রবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় জনদূর্ভোগের বিষয়টি বিবেচনা করে আমরা নির্ধারিত দিনের একদিন পর অর্থাৎ শনিবার প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করব। অত্যান্ত শন্তিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠানের ঘোষনা দেন সভায় অংশ নেয়া বক্তরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগষ্ট ২৯,২০২৩ at ২০:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর