শেখ হাসিনার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র শক্তভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ-অ্যাড. মনির

যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে চত্রান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে না। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন চক্রান্ত হয়েছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। আবার দেশে যখন উন্নয়ন হচ্ছে তখন সেই ঘাতকচক্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। বঙ্গবন্ধুর কাছ থেকে সুবিধাভোগী জিয়া পরিবার এ সকল চক্রান্তে লিপ্ত আছে। সেই ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। কিন্তু স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র-উন্নয়নবিরোধী চক্র এখনো দেশে-বিদেশে নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

> সাবেক গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
> মতলব উত্তরে ইসলামী আন্দোলনের তৃনমূল প্রতিনিধি সন্মেলন

তিনি বলেন, স্বাধীনতা অপশক্তির যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র শক্তভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ। আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

সোমবার, বিকালে স্থানীয় বল্লা হাই স্কুল প্রাঙ্গণে নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে ঝিকরগাছা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু অশোক দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমানুল কাদিও টুল্লু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর বাবরজার বরুণ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক তফিকুল ইসলাম স্বপন, সাবেক চেয়ারম্যান ও নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য শাহানা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিম আরা চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ইলিয়াজ মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক শামসুজ্জোহা লোটাস, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা, উপজেলা তরুণ লীগের সভাপতি মনিরুল ইসলাম শিপলু, প্রধান শিক্ষক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফি উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক নুরুল হুদা মিন্টু, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গণেশ মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগ নেতা আকবর হোসেন জাপানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন খান, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কবীর হোসেন, আওয়ামী লীগ নেতা মাস্টার মনিরুজ্জামান মনি, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী ইউপি সদস্য সাইফুল ইসলাম পিন্টু, ফিরোজ হাসান, যুবলীগ নেতা আরিফুজ্জামান আরিফ, মনিরুজ্জামান মনি, আবুল কালাম আজাদ (বিপ্লব), শহিদুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেক লীগ নেতা শহিদুজ্জামান শহীদ, ইকবাল হোসেন টিটু প্রমূখ।

আগষ্ট ০৫,২০২৩ at ২২:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/ইর