রাবিতে ছাত্রীর শ্লীলতাহানি; আটক যুবক

রাবিতে এক ছাত্রীর শ্লীলতাহানি করে পালানোর সময় করিম ইসলাম রাব্বি (২৮) নামের এক যুবককে ধাওয়া দিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) মহানগরীর মতিহার থানার কাজলার মোড়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করিম ইসলাম রাব্বি, সে নওগাঁ জেলার বদলগাছি থানার আক্কেলপুর গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে।

আরো পড়ুন :

> ব্রহ্মেুত্রের পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল সহ আমন আবাদ
> পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে জেলেপল্লীর বাসিন্দারা দিশেহারা

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) শাহীন। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যান্তরে মাষ্টার্সের এক ছাত্রীর বুকে জোরপূর্বক হাত দিয়ে পালিয়ে যায় রাব্বি। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে তাকে ধাওয়া দিয়ে কাজলার মোড়ে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ইতিপূর্বেও রাবি’তে এক ছাত্রীর বুকে হাত দিয়ে পালিয়েছিলো রাব্বি। তবে এই প্রথম তাকে আটক করা হলো। এ ব্যপারে আটক রাব্বির বিরুদ্ধে মতিহার থানায় নারী শিশু আইনের ১০ ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং ২২।  রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আগস্ট ২৭, ২০২৩ at ১৬:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/এর