মনিহার ক্যান্টিন মালিকের হামলায় গেটম্যান আহত

যশোর মনিহার প্রেক্ষাগৃহে ক্যান্টিন মালিকের নেতৃত্বে হামলায় গেটম্যান সবুজ দাস (৩০) গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে।

বুধবার দুুপুর ৩ টা ১০ মিনিটের দিকে প্রেক্ষাগৃহের নিচতলায় এ ঘটনাটি ঘটে। আহত সবুজ দাস সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর গ্রামের মৃত সুনীল দাসের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন :

> রাঙ্গুনিয়ায় নারীর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা: ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন!
> বঙ্গবন্ধুর কর্ম সম্পর্কিত পুস্তকের প্রচ্ছদ প্রদর্শনী শুরু

আহত সবুজ দাস জানান, ঘটনার দুপুরে তিনি মনিহার প্রেক্ষাগৃহের প্রধান গেটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনতলায় অবস্থিত পলাশের ক্যান্টিনের এক শ্রমিক গেট খুলতে বলে। কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় তিনি গেট খুলতে নারাজ হন। এই নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়।

তখন ওই শ্রমিক গিয়ে ক্যান্টিনের মালিক পলাশকে বিষয়টি জানায়। কিছু সময় পর পলাশের নেতৃত্বে তার ছেলে ও ক্যান্টিনের শ্রমিকরা হামলা চালিয়ে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। মনিহারের অন্য স্টাফরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত সবুজ দাসের মাথার আঘাতটি গুরুতর। পুরুষ পেইং ওয়ার্ডের ৬ নম্বর শয্যায় তার চিকিৎসাসেবা চলছে।

আগস্ট ২৪, ২০২৩ at ২০:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর